স্পোর্টস ডেস্ক : ২৫ বয়সে ভারতের টেস্ট ক্যাপ্টেন্সি পেয়েছেন। প্রথম অ্যাসাইনমেন্টটাই তার পড়ল ইংল্যান্ডের মাটিতে। গিল উড়ছেনও। ওল্ড ট্রাফোর্ড টেস্ট দিয়েই এই সিরিজে ৭২২ রান করে ফেলেন তিনি। ওভালে আজ লাঞ্চের আগে করেছেন ১৫ রান। তাতে বড় এক রেকর্ডে নাম তুললেন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে এক সিরিজে এখন তিনিই সর্বোচ্চ রানের (৭৩৭*) মালিক।
গিলের আগে রেকর্ডটি ছিল কিংবদন্তি সুনিল গাভাস্কারের। ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ৯ ইনিংসে ৭৩৩ রান করেছিল গাভাস্কার। কাকতালীয়ভাবে গাভাস্কারও ওই রেকর্ড গড়েন স্থায়ী অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে। ওই সিরিজের প্রায় তিন বছর আগে ভারপ্রাপ্ত হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
কিউটিভি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ৯:১২