স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই নাজেহাল অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় ৬০.৩ ওভারে মাত্র ১৪৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বুধবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হ্যানরির তোপের মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে দেড়শো রানের আগেই ইনিংস গুটায় জিম্বাবুয়ে।
দলের হয়ে অধিনায়ক ক্রেগ আরভিন সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া ৩০ রান করেন তাফাদজওয়া সিগা। ২৭ রান করেন নিগ ওয়েলস। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩৯ রানে ৬ উইকেট শিকার করেন। ২০ রানে ৩ উইকেট নেন নাথান স্মিথ।
জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। এরিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। দলকে এগিয়ে নিচ্ছেন দুই ওপেনার উইলি ইয়াং ও ডেভন কনওয়ে।
কিউটিভি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ১০:০০