ডেস্ক নিউজ : এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলের পেছনে শিক্ষক, বাবা ও মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে শিক্ষার্থীদের ফুল উপহার দেওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।
শিক্ষা উপদেষ্টা বলেন, ছাত্রছাত্রী ও শিক্ষক আমাদের বড় স্টেকহোল্ডার। ছাত্রছাত্রীদের রাষ্ট্রের কাছে অনেক চাওয়াপাওয়া থাকতে পারে। আমরা জনদুর্ভোগ সৃষ্টি না করে ন্যায্য ও ন্যায়সংগত দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারি। রাষ্ট্রের সম্পদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, রাষ্ট্রের সীমিত সম্পদ পরিকল্পিতভাবে যথাযথ ব্যবহারের মাধ্যমে এ সব সমস্যা সমাধান করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে এসব কাজ বাস্তবায়নের জন্য নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমাদের অভিভাবকরা দেশের কয়েকটি ভালো স্কুলে সন্তানদের ভর্তির জন্য প্রতিযোগিতা শুরু করেন। আমাদের দেশের সব স্কুলকে মানসম্মত করে গড়ে তুলতে পারলে এসব প্রতিযোগিতা দূর করা সম্ভব। অভিভাবকরা সন্তানদের স্কুল-কলেজে দিয়ে যাতে নিশ্চিন্তে থাকতে পারেন, সে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম খবিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান।
কিউটিভি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৫৮