জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থ জনসাধারণের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, নলকূপ (পাইপসহ) স্থাপন, লেখাপড়া ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে পলাশপুর জোন সদরে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ৭ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ৮ বান্ডেল ঢেউটিন, তিনটি পরিবারকে ২টি সেলাই মেশিন ও ১টি নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। একই সাথে ৫ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য, ১ জন ছাত্রকে শিক্ষার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এর পাশাপাশি ৮ জনকে খাদ্য সামগ্রী প্রদানসহ সর্বমোট ১,১২,১০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদের অন্তর্ভুক্ত মানবেতর জনগোষ্ঠীর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।
কিউটিভি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪