জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চাকমা,মারমা, ত্রিপুরা ও সনাতন ধর্মালম্বীদের সাথে মত বিনিময় সভা করেছেন পৌর বিএনপি। রবিবার(২৮জুলাই) বিকাল ৫টায় বরঝালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ৭নং পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি মো:দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সস্পাদক ইব্রাহীম পাটোয়রী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম ,পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন,সেচ্চাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, পৌর মহিলা দলের সভা নেন্ত্রী জয়শ্রী শিল্পী,ছাত্র দলের আহ্বায়ক আব্দুর রহমান রানা ও স্থানীয় বিমল চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, বিএনপি সম্প্রীতি উন্নয়নে বিশ্বাসি। তাই বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও জনগনের ভোটের অধিকার নিশ্চিত করেছে।গত ১৬ বছরে মাটিরাঙ্গার কোথাও উন্নয়নের ছোয়া লাগেনী উল্লেখ করে তিনি আরো বলেন ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি বহু উন্নয়ন মুলক কাজ করেছে। রাস্তা ঘাট ,ব্রিজ কালভাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে।
২০০৬ পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এলে বিএনপির আমলে চালু হওয়া কিছু প্রকল্প বন্ধ করে দেয়া হয়। দেশের উন্নয়ন, জনদুর্ভোগ লাগবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ওয়াদুদ ভুইয়াকে সংসদে পাঠাতে সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে ধলিয়া খালের উপর মোহাম্মদপুর-বরঝালা ব্রিজ নির্মানের আশ্বাস দেন তিনি।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১১:২৮