স্পোর্টস ডেস্ক : মায়ামিতে কোল্ডপ্লের ‘মিউজিক অব দ্য স্ফিয়ার্স’ ট্যুরের শেষ কনসার্টে দর্শকদের চমকে দিলেন এক বিশেষ অতিথি—আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোববার রাতে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টে মেসি হাজির হয়েছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে।
কনসার্ট চলাকালে চমক অপেক্ষা করছিল স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের জন্য। কোল্ডপ্লের ভোকালিস্ট ক্রিস মার্টিন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মেসি ও আন্তোনেলার দৃশ্য ভেসে উঠতেই বলেন, ‘তিনি সর্বকালের সেরা ক্রীড়াবিদ। ’ মুহূর্তেই গোটা স্টেডিয়াম গর্জে ওঠে—‘মেসি! মেসি!’
এই আবেগঘন মুহূর্তটি ‘কিস ক্যাম’-এ ধরা পড়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগেই আমেরিকার অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটের কিস ক্যাম মুহূর্ত ভাইরাল হয়েছিল। এবার মেসি-আন্তোনেলা জুটির সেই মুহূর্ত মাতিয়ে দিল নেটদুনিয়াকে।
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই আমেরিকায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মেসি। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও তার প্রতিটি উপস্থিতি যেন উৎসবে পরিণত হয়।
কিউটিভি/আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১১:০০