ডেস্ক নিউজ : রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ববাগদুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাদ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের আশুর হাট গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল চালক আজিম (১৫) নামের এক কিশোর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার আবু সাদ মোটরসাইকেল চালিয়ে পাংশা উপজেলার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আশা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল চালকই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথে সাদ মারা যান।
বর্তমানে আজিম চিকিৎসাধীন রয়েছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
কিউটিভি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪০