ডেস্ক নিউজ : প্রতিদিনের মতো শনিবারও (২৬ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে দেখা যায় উৎসুক মানুষের জটলা, যা থামাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
সরেজমিনে দেখা যায়, এক সময় যে ক্লাসরুমে সারি সারি করে সাজানো ছিল বেঞ্চ, সেই কক্ষই এখন ধ্বংসস্তূপ। সাদা দেয়াল এখন বিবর্ণ। শখের যে দোলনায় উঠতে থাকতো হুড়াহুড়ি আর প্রতিযোগিতা, এখন সেই দোলনাই যেন এক আতঙ্কের সাক্ষী।
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের পর থেকে নিজের চোখে স্কুলকে এই অবস্থায় দেখে হতভম্ব প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। স্কুলের ওপর দিয়ে বিমান চলাচল এক সময় নিত্যনৈমিত্তিক ব্যাপার হলেও এখন আকাশে কোনো শব্দ হলেই তারা করে অজানা আতঙ্ক।
এদিকে শিক্ষার্থীদের এমন মানসিক ধকল কাটানের জন্য কাউন্সেলিংয়ের পর এই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। আর চলতি সপ্তাহেও শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
কিউটিভি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৪