ডেস্ক নিউজ : গাজা ইস্যুতে ফোনালাপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তারা গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এ সময় আব্বাস আরাগচি ইসরাইলি সরকারের অপরাধ, বিশেষ করে ফিলিস্তিনিদের পানি ও খাদ্য থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসলামী রাষ্ট্রগুলোর তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশেষ করে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এর জরুরি বৈঠক এবং গাজায় গণহত্যা বন্ধে এবং সরকারের আগ্রাসন মোকাবিলায় অন্যান্য আন্তর্জাতিক ব্যবস্থা সক্রিয় করার ওপর।
আরাগচি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে দখলদার সরকারের ফিলিস্তিনকে ধ্বংস করার পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার অপরাধমূলক পরিকল্পনার আরেকটি লক্ষণ হিসেবেও বিবেচনা করেছেন। ফোনালাপে তিনি গাজায় গণহত্যা মোকাবিলায় এবং অসহায় ফিলিস্তিনি জনগণের কাছে জরুরি সহায়তা পাঠানোর জন্য ইসলামী দেশগুলোর সিদ্ধান্তমূলক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ইসরাইলি অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ফোনালাপে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং সম্পর্ক উন্নয়ন ও পরামর্শ অব্যাহত রাখার জন্য দুই দেশের নেতাদের যৌথ দৃঢ় সংকল্পের ওপর জোর দেন।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:১৪