আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের এই পদক্ষেপকে ‘৭ অক্টোবরের হামলার শিকারদের মুখে চাপেটাঘাত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ এবং ‘ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি’।
ফরাসি এই প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করার পাশাপাশি গাজার নিরাপত্তা ও পুনরুদ্ধার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। ম্যাক্রোঁ বলেন, ‘অবশেষে, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে হবে। হামাসকে নিরস্ত্রীকরণ ও ইসরাইলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়ে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।’
এর আগে গত ৯ এপ্রিল ম্যাক্রোঁ ঘোষণা করেন, ফ্রান্স জুন মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
যা বলল যুক্তরাষ্ট্র
ম্যাক্রোঁর এই পদক্ষেপের বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে ‘একটি বেপরোয়া সিদ্ধান্ত (যা) কেবল হামাসের প্রচারণার জন্য’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইমানুয়েল ম্যাক্রোঁর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এই বেপরোয়া সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারণার জন্য এবং শান্তিকে পিছিয়ে দেওয়ার জন্য। এটি ৭ই অক্টোবরের ভুক্তভোগীদের মুখে চপেটাঘাত। ’
ইসরাইলের প্রতিক্রিয়া
ম্যাক্রোঁর এই ঘোষণায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ ‘গাজা যেমন হয়ে উঠেছে তেমনই আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি, যা ‘ইসরাইলকে ধ্বংস করার জন্য একটি লঞ্চ প্যাড হবে — এর পাশে শান্তিতে বসবাস করার জন্য নয়। ’
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ লেখেন, ‘আমরা এমন একটি ফিলিস্তিনি সত্ত্বা তৈরি হতে দেব না; যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ। ’
তিনি ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ সেইসঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরষ্কৃত করা’ অভিহিত করে তীব্র নিন্দা করেছেন।
সূত্র: এনডিটিভি
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:১৪