ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এর আগে সন্ধ্যায় তাদের সীমান্তে আনা হয়।
৩৯ বিজিবির ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, পুশইন করা সবাই মিয়ানমারের নাগরিক। ২০১৬ সাল পর্যন্ত এরা বাংলাদেশের কক্সবাজার উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ছিল। ২০১৭ সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে দিনমজুরের কাজ করত। সম্প্রতি বিষয়টি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে এদের হস্তান্তর করে।
পরে রাত সোয়া ১২টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার সীমান্ত পিলার ১৪১৫ এর মাঝখানে তিন নাম্বার গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছে।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৫০