আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন সন্ত্রাসী বাহিনীর আরও তিন সদস্য। বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় তিন সন্ত্রাসীকে ‘নরকে’ পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া তীব্র গুলিবিনিময়কালে সিপাহী নাজাম হুসেইন (২২) নিহত হয়েছেন।
সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ওই এলাকায় আর কোনো ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি চিরনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসি সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:১৪