ডেস্ক নিউজ : ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। শুক্রবার (২৫ জুলাই) সরেজমিন দেখা গেছে, দূর দূরান্ত থেকে এক নজর স্কুলটি দেখার জন্য আসছেন মানুষজন।
এর মধ্যে অনেকেই ভেতরের পোড়া ভবনটি দেখতে চাইছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। তবে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে।
মাইলস্টোনের শিক্ষার্থীরা যারা আসছেন, তারা স্কুলের সামনে এসে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করছেন। এখনও ট্রমার মধ্যে আছেন তারা। তাদের চোখের সামনেই যে বিধ্বস্ত হয়েছে বিমানটি। মুহুর্তেই আগুনে শেষ হয়েছে সবকিছু।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনের মেডিকেল প্রতিনিধি দল।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিমও ঢাকায় আসে। একই দিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।
উল্লেখ্য, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ঘটনায় এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:১২