স্পোর্টস ডেস্ক : সব শঙ্কা কাটিয়ে শতভাগ সদস্য দেশের প্রতিনিধি নিয়ে বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসসিসি) সভা অনুষ্ঠিত হলো। অনেক নাটকীয়তার পর ভারত সভায় যোগ দিয়েছে অনলাইনে। মাত্র দেড় ঘণ্টার বার্ষিক সাধারণ সভায় তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেবে আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিসির সভাপতি মহসিন নাকভি কী কী সিদ্ধান্ত হলো, এ ব্যাপারে পরিষ্কার কিছু জানাননি। নাকভি বলেন, ‘টেকসই ক্রিকেট উন্নয়নে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বার্ষিক সাধারণ সভার শুরুতে নিরীক্ষিত আর্থিক হিসাব, এসিসির বাজেট এবং ২০২৫-২০২৬ সালের জন্য বিস্তৃত টুর্নামেন্ট ক্যালেন্ডার অনুমোদন, যা এসিসির সদস্য দেশগুলোতে কাঠামোগত উন্নয়ন এবং উচ্চমানের ক্রিকেটীয় সুযোগ প্রদানের টেকসই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে দশটি পুরুষ এবং আটটি মহিলা দল অংশগ্রহণ করবে। র্যাংকিংয়ের ভিত্তিতে দলগুলো বাছাই করা হবে। তিনটি নতুন সদস্য দেশ, মঙ্গোলিয়া, উজবেকিস্তান এবং ফিলিপাইনকে এসিসি পরিবারে স্বাগত জানিয়েছে।
আট দল নিয়ে আমিরাতে এশিয়া কাপ হওয়ার কথা আগামী ১০ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। তবে শুরুর তারিখ পেছাতে পারে। এশিয়া কাপের শুরুটা হবে আবুধাবিতে, শেষটা হতে পারে দুবাইয়ে। এসিসি সভাপতি বলেন, ‘যারা এখানে উপস্থিত আছেন, যারা অনলাইনে যোগ দিয়েছেন এই সভায় তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমিনুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার ও বিসিবির আতিথেয়তার জন্য, অসাধারণ দুটি দিন কেটেছে আমাদের। এখানে সবাই ক্রিকেটকে এগিয়ে নিতে একমত।’ ভারতের সভায় যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ‘কিছু দেশ আসতে পারেনি, এটা সাধারণ ঘটনা। আমি নিজেই আইসিসির সভায় সিঙ্গাপুরে যেতে পারিনি। এসিসি ও বিসিবির জন্য ভালো বিষয় হচ্ছে সবাই অংশ নিয়েছে।’
এশিয়া কাপ নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে কাল চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও টুর্নামেন্ট হবে না, এমন কথা বলা হয়নি। সভা শেষে নাকভিসহ অনেকেই বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় টি ২০ ম্যাচ দেখতে মিরপুর যান।
কিউটিভি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:০০