স্পোর্টস ডেস্ক : চোটের যা অবস্থা তাতে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন ঋষভ পান্ত। তবে দমে যাননি। ভাঙা পা নিয়েই নেমে পড়েন। ফিফটি হাঁকিয়ে থামেন। বেন স্টোকসের ফাইফারের দিনে ভারত প্রথম ইনিংসে জমা করতে পারে ৩৫৮ রান। ব্যাটিংয়েও পাল্টা ভালো করে দিচ্ছে ইংল্যান্ড।
স্টোকসের ফাইফার নেওয়ার দিনে ধুঁকেছে ভারতের মিডল ও লোয়ার মিডল অর্ডার। আগের দিন ৫৮ রান করে থামেন যশ্বসী জয়সওয়াল। ৪৬ করেন কেএল রাহুল। সাই সুদর্শনের ব্যাটে আসে ৬১ রানের দারুণ এক ইনিংস। এরপর থেকেই ধুঁকতে থাকে ভারত।
অধিনায়ক শুবমান গিল (১২) ব্যর্থ হন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও বড় রান করতে পারেনি। শার্দুল ঠাকুর ফেরেন ৪১ রান করে। এই আসা-যাওয়ার মাঝে পান্ত নেমে ফিফটি হাঁকান। তবে আর্চার তাকে বেশি সময় থাকতে দেননি। ভারতও থেমেছে সাড়ে তিনশ ছাড়িয়ে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড দারুণ জবাব দিচ্ছে। বিনা উইকেটে স্বাগতিকরা ৯২ রান তুলে নিয়েছে। দুই ওপেনার জ্যাক ক্রলি ৪৩ ও বেন ডাকেট ৪৮ রানে ব্যাট করছেন। দিনের আরও ত্রিশের ওভারের বেশি বাকি।
কিউটিভি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১১:৫৫