আলমগীর মানিক,রাঙামাটি : সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি বৃক্ষরোপন করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২টি গাছের চারা রোপণ করা হয়।
কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ১০:১৪