স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। আর এ বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম।
অভিযোগ রয়েছে, মনিরামপুর সরকারি কলেজের সামনে চারতলা একটি ভবন ভাড়া নিয়ে সুশীল কুমার দাস নিজেকে পরিচালক পরিচয় দিয়ে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে আসছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন প্রকার অনুমতি এবং লাইসেন্স ছাড়াই এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ভাড়া বাড়িতে অবৈধভাবে বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাস খুলে জমজমাট ব্যবসা করে আসছিলেন।
ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর প্রশাসন ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে অনুমোদন ছাড়াই আবারও ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। গতকাল বুধবার বিকেল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোনপ্রকার বৈধ কাগজপত্র না থাকা, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়ে পরিচালক সুশীল দাসকে একলাখ টাকা জরিমানা করেন।
কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:১২