ডেস্ক নিউজ : বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দলের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২৪ জুলাই) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা বলছি। একইসঙ্গে আমরা নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কথা বলেছি। আমরা আশা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা তারা বাস্তবায়নে কাজ করবে।’
তিনি বলেন, ‘ঘোষণা দেয়ার পর যাতে এ নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে সেকথা আমরা বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সে ব্যবস্থা নেবেন।’প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় ঘনঘন করা হলে দেশের উদ্ভুত সমস্যা এত তৈরি হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। এরআগে বিএনপি মহাসচিবের সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের বৈঠক করেন।
কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:০৫