স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক মাসগুলোতে একাধিক হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছেন এন্দরিক, যার ফলে তিনি লা লিগার শেষ দিক এবং ক্লাব বিশ্বকাপেও খেলতে পারেননি। এই ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন করে ইনজুরিতে পড়েছেন। যে কারণে এন্দরিককে অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন বলে ইএসপিএন-এর সূত্রে জানা গেছে।
গত ১৮ মে সেভিয়ার বিপক্ষে মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলেন এই ব্রাজিলিয়ান, যেখানে তার ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরি হয়। শুরুতে ধারণা করা হচ্ছিল, তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। তবে, পরে তিনি দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন এবং সেখানেই আবার নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।
মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন, তিনি আশা করছেন এন্দরিক এ মৌসুমে দলের হয়ে অবদান রাখতে পারবে এবং তার অগ্রগতি ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে বিবেচনা করছেন। গত মৌসুমে এন্দরিক মূলত বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। তিনি লা লিগায় ২২টি ম্যাচে অংশ নেন, মোট ৩৫৪ মিনিট খেলেন এবং একটি গোল করেন। এছাড়া চ্যাম্পিয়নস লিগে একটি ও কোপা দেল রে’তে পাঁচটি গোল করেছেন।
কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০