নেইমারের জন্য বিশেষ উপহার পাঠাল তার সাবেক ক্লাব পিএসজি
A S
/ ৬
ভিউ
হালনাগাদ:
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
শেয়ার করুন
স্পোর্টস ডেস্ক : ইনস্টাগ্রামে মেলের জন্ম নেওয়ার খবর নিজেই নিশ্চিত করেছিলেন নেইমারের প্রেমিকা ব্রুনা। তখন অবশ্য মা-মেয়ের পাশেই ছিলেন নেইমার। নতুন করে নেইমার বাবা হওয়ায় তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
ব্রাজিলিয়ান তারকা নেইমারের আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে নেইমার ও তার চার সন্তানের জন্য মোট ৫টি জার্সি পাঠিয়েছে পিএসজি। সেই জার্সিগুলোতে প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও আছে।
পিএসজির দেওয়া বিশেষ এই উপহার নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। অবশ্য পিএসজিকে ধন্যবাদ দিতেও ভুলেননি তিনি। ক্যাপশনে লিখেন, ‘ধন্যবাদ, পিএসজি।’
পিএসজির পাঠানো উপহার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন নেইমার।
এর আগে গত জানুয়ারিতে নতুন অতিথি আগমনের সুসংবাদ দিয়েছিলেন নেইমার-ব্রুনা জুটি। তারপর থেকে অপেক্ষায় ছিলেন নেইমারের ভক্তরা। সেই অপেক্ষার প্রহর ফুরিয়েছে এ মাসের ৫ তারিখ। আর সে আনন্দের শামিল হয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল পিএসজি।
দলবদলের বাজারে রেকর্ড করে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএজসিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। সেখানে ৫ মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন তিনি। তবে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি নেইমারের।
২০২৩ সালের শুরুর দিকে পিএজসি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেখান থেকে এ বছর তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান তিনি। তবে সবকিছু ভুলে নেইমারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিকই টিকিয়ে রেখেছে পিএসজি।