ডেস্ক নিউজ : ঢাকার দোহার উপজেলায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার ২১ জুলাই বিকালে উপজেলার বিলাশপুর এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ মণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১০০ মণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকেই ঘটনাস্থলে উপস্থিত পাওয়া যায়নি। অভিযানে নিষিদ্ধ এসব জাল আটক করে পরে মৈনটঘাট মাঠে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, দেশীয় জাতের মাছের বংশবৃদ্ধির জন্য এসব জাল হুমকি স্বরূপ।
তাছাড়া চায়না দোয়ারী জাল মাছের পাশাপাশি অন্যান্য জীববৈচিত্রও নষ্ট করে দেয়। এজন্য প্রশাসন নিষিদ্ধ এসব জাল আটকের অভিযান নিয়মিতই পরিচালনা করবে। এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা ও দোহার থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০৮