বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে গত এক বছর ধরে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের তুমুল আলোচনা সমালোচনা। এতো বেশি গুঞ্জন চাউর হয়েছে যে, এই সম্পর্ক টিকে আছে কিনা এমন সন্দেহ জেগেছে ভক্ত-অনুরাগীদের মাঝে।
ঐশ্বরিয়া বলেন, আমি দক্ষিণ ভারতীয়। রোকা কী জিনিস আমি নিজেই জানতাম না। হঠাৎ অভিষেকের বাড়ি থেকে ফোন আসে। বাবা সেই সময় শহরের বাইরে। বাবার আসতে এক দিন সময় লাগবে। তিনি বলেন, ওদিকে পা (অমিতাভ বচ্চন) আর বাকিরা বাড়ি চলে আসছেb। আমি অভিষেককে ফোন করতেই ও বলল— আমি কিচ্ছু জানি না।
আমি তো অবাক। ওহ মাই গড! অভিনেত্রী বলেন, বাবাকে ছাড়াই বাগদান হয়। শুধু কি তাই, বাগদান হওয়ার পরেই নিজের বাড়িতেও নিয়ে যেতে চান বচ্চনরা। তবে তিনি রাজি হননি। বাবার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিতে চাননি বলে জানান অভিনেত্রী।
কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১১:০৫