জবীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্যে এবং সম্প্রীতির কোনো বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে “দেশ গড়তে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি। সোমবার (২১ জুলাই) বিকেল ৩ টার দিকে জাতীয় নাগরিক পাটি (এসসিপির) পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর মুক্তমঞ্চে এসে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত খাগড়াছড়ি ঘটতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যদি আপনার চান তাহলে আমরা সকলে মিলে এই জেলার চাঁদাবাজ এবং মামলা-হামলা থেকে এই জেলার মানুষকে রক্ষা করতে পারবো। এবং বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে পারবো। আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল সংগঠক এড. মনজিলা ঝুমা। মূখ্যা সংগঠক সার্জিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার সমস্যাগুলো কাচাকাচি। এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ লেগে থাকে আমরা অনেক সময় দেখি। কিন্তু একটি জায়গায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষা, স্বাস্থ্য খাতে আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠীর বঞ্চিত যারা পাহাড়ে থাকেন। পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্যে এবং সম্প্রিতির কোনো বিকল্প নেই।
জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় সদস্য সচিব নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, এই পার্বত্য এলাকার মানুষগুলো চিকিৎসার জন্য অনেক কস্ট করতে হয়। প্রত্যান্ত এলাকাগুলোতে রাস্তাঘাট নাই এজন্য বেশি কস্ট পেতে হয়। মাইলের পর মাইল এই রোগীদের কাঁদে করে নিয়ে আসতে হয়। যারা রোগীর সঙ্গে থাকে তারাও রোগী হয়ে যায়। তাই এই পাহাড়ে যারা বসবাস করে তাদের যোগাযোগ ব্যবস্থা যেনো উন্নতি করা হয়। উন্নয়ন করা হয় এমনই এক বাংলাদেশের সপ্ন দেখি আমরা।
আক্তার হোসেন, জুলাই অভ্যুর্থানে আহত ভাইদের রক্তহানির দিকে তাকিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে যদি এই সংস্কার প্রত্রুিয়া বাংলাদেশে গঠন করতে না পারি তাহলে যে জায়গায় মানুষগুলো শহীদ হয়েছিলো এবং আহত হয়েছিলো তারছেয়ে অনেক দাপ বাংলাদেশ পিছিয়ে যাবে। গত ১৫ বছরে আমাদরকে উন্নয়নের নামে কিছু বেলকিবাজি দেখানো হয়েছে। ডিজিটালের কোরমা খাওয়ানো হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত খাগড়াছড়ির বাচ্ছারা স্কুলে পড়ালেখা করতে যাচ্ছে তাদের কাছে আমরা ডিজিটালের কিছু দেখিনাই। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়াও জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিয়েছে।
কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫