ডেস্ক নিউজ : পাহাড়ের উন্নয়নে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় জুলাই পদযাত্রা উপলক্ষ্যে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে এসে পৌঁছান। খাগড়াছড়ি শহরে নেমেই তারা শহরের মহাজনপাড়া থেকে পদযাত্রা শুরু করেন। শাপলা চত্ত্বর ঘুরে পদযাত্রা শেষ করে মুক্তমঞ্চে সমাবেশ করেন এনসিপির নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা। নাহিদ ইসলাম, সারজিস আলম ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। সমাবেশ শেষে রাজধানীর মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের স্মরণে দোয়া পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামামুল হক।
কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:১৯