শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। আজ সোমবার সকালের দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটুক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
কিউটিভি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:৩০