ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে এসব তথ্য চেয়েছে।
বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে ইসিকে চিঠি দেয় পিবিআই। চিঠিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটকেন্দ্রভিত্তিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে ইসি রবিবার চিঠি পাঠায়।
জাতীয় নির্বাচনে ৬৪ ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অবশ্য চিঠিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিষয় উল্লেখ করা হয়নি। এর বাইরে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে থাকেন। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় দুই লাখ ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
কিউটিভি/আয়শা//২১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫০