স্পোর্টস ডেস্ক : অ্যালেক্সান্ডার ইসাককে দলে ভেড়ানোর লড়াইয়ে এবার নাম লিখিয়েছে সৌদি জায়ান্ট ক্লাব আল হিলাল। নেইমারের বিদায়ের পর নতুন তারকা ফরোয়ার্ডের সন্ধানে থাকা সৌদি ক্লাবটি এই সুইডিশ তারকাকে দলে ভেড়াতে লিভারপুলকে টেক্কা দিতে প্রস্তুত। আল হিলাল ইসাককে ম্যাগপাইদের ডেরা থেকে দলে ভেড়াতে ১৩০ মিলিয়ন ইউরোর (১৮৩৭ কোটি টাকারও বেশি) প্রস্তাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’ইকুইপে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৫ বছর বয়সী ইসাককে মধ্যপ্রাচ্যের লিগে খেলার জন্য রাজি করাটা অত্যন্ত কঠিন কাজ হলেও ২০২৫-২৬ মৌসুমের জন্য দলের শক্তি বাড়াতে আল হিলাল তা করতে প্রস্তুত। এরই মধ্যে তারা এই সুইডিশ তারকার এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলেও জানান হয়েছে প্রতিবেদনে।
এবারের দলবদলে আক্রমণভাগের শক্তি বাড়াতে লিভারপুলের প্রথম টার্গেট ছিলেন ইসাক। কিন্তু ম্যাগপাইরা তাদের এই তারকা ‘বিক্রির জন্য নয়’ জানানোর পর অলরেডরা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। লিভারপুল ইসাকের বদলে ফ্র্যাঙ্কফুর্ট থেকে হুগো একিটেকেকে দলে ভেড়ানোর পথে হাঁটছে। ৯০ মিলিয়ন ইউরোরও বেশি দামে এই ২৩ বছর বয়সি ফরাসি তারকাকে অলরেডদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে বুন্দেসলিগার ক্লাবটি।
২০২৪-২৫ মৌসুমটা ইসাক স্বপ্নের মতো কাটিয়েছেন। লিগে ২৩টি গোল করে গোল্ডেন বুট জয়ী মোহাম্মদ সালাহর ঠিক পরেই ছিলেন তিনি। পাশাপাশি নিউক্যাসলের কারাবাও কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সুইডিশ। ইসাকের ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, ঠিক তখনই তার প্রতিনিধির একটি মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। জানা গেছে, ২৫ বছর বয়সী এই তারকা বর্তমানে আসা সব প্রস্তাব খতিয়ে দেখছেন এবং নিজের অপশনগুলো বিবেচনা করছেন।
এদিকে, এডি হাওয়ের দল রোববার সিঙ্গাপুরে একটি প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে। সেল্টিকের বিপক্ষে বড় ব্যবধানে হারের ম্যাচে ইসাক খেলেননি এবং গুঞ্জনের কারণে মনোযোগ হারানোয় তা হয়েছিল বলেই ধারণা করা হচ্ছে। ফলে আর্সেনালের বিপক্ষে তার অংশগ্রহণ নিয়েও জল্পনা তুঙ্গে।
কিউটিভি/আয়শা//২১ জুলাই ২০২৫,/বিকাল ৫:৫৫