ডেস্ক নিউজ : শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার মরহুম আলহাজ্ব মাহতাব উদ্দিন ও মোছা. রেহেনা আক্তারের একমাত্র ছেলে সানজিদের বিয়ে ঠিক হয় একই শহরের গাইটাল এলাকার মো. জালাল উদ্দিন ও মোছা. লতিফা বেগমের একমাত্র মেয়ে লামিয়া সুলতানা তোরার সঙ্গে।
স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকট শব্দে হঠাৎ করে অবতরণ করে একটি হেলিকপ্টার। হেলিকপ্টার নামার খবর শুনে আশপাশের শত শত মানুষ সেখানে ছুটে আসেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে বর সানজিদ ও তার স্বজনরা মাঠে উপস্থিত হন। এরপর সবাই মিলে হেলিকপ্টারে চড়ে বসেন বরযাত্রায়।
কিউটিভি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:০০