স্পোর্টস ডেস্ক : বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে শনিবার (১৯ জুলাই) ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের। তবে মেলাতে হবে কিছু সমীকরণও। দিনের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালে, আর লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই, ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের।
ব্যতিক্রম হলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। যেখানে প্রতিপক্ষ নেপালের বিপক্ষে কমপক্ষে ড্র করতে হবে আফঈদাদের।এবারের সাফের ব্যস্ত সূচি। প্রতিটি দল খেলতে ৬টি করে ম্যাচ। মাঝে একদিনের করে বিরতি। সূচির জন্য কিছুটা বিপাকেও পড়তে হচ্ছে বাংলাদেশকে। প্রতি ম্যাচের মাঝে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারছে না দল। একই সঙ্গে টানা খেলা থাকায় বিশ্রামের সুযোগ নেই ফুটবলারদের। ইনজুরিতেও পড়েছেন একাধিক খেলোয়াড়।
ভুটানের বিপক্ষে শেষ ম্যাচে বন্যা খাতুনের ইনজুরি চিন্তা বাড়িয়েছে কোচের। মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে সাগরিকার তিন ম্যাচের নিষেধাজ্ঞা। যা নিয়ে চিন্তিত কোচ পিটার বাটলার। যে কারণে একাদশেও প্রতি ম্যাচেই পরিবর্তন আনতে হচ্ছে কোচের। যদিও, তাতে নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন বাটলার। নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারের পরিবর্তে ভুটানের বিপক্ষে ম্যাচে আর্মব্যান্ড দেয়া হয় নবিরন খাতুনকে। প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি পেয়েই জয় নিশ্চিত করতে পারায় উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার।
এ ডিফেন্ডার বলেন, ‘জীবনে প্রথমবার নেতৃত্ব নিয়ে মাঠে নেমেছিলাম। আমার কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয় নিয়ে ফিরেছি এটা আমার কাছে অনেক আনন্দের। বাকি দুটি ম্যাচ আছে আমাদের। দুটো ম্যাচেই জয় নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাই।’
অনুশীলনের উপায় না থাকলেও হোটেলে রিকভারি সেশন করেছে আফঈদা-তৃষ্ণারা। সকালে সুইমিংয়ে অংশ নেয় পুরো দল। এরপর স্ট্রেচিং আর জিম করে সময় কাটিয়েছে বাটলারের শিষ্যরা। রিকভারিতেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। প্র্যাকটিস করতে না পারলেও পরের ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজ। কেননা আসরে এখন পর্যন্ত এক ম্যাচও জিততে না পারা শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘যারা টিমে নতুন আছে, তাদেরকেও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের সেরাটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো করছে। এভাবে পুরো টুর্নামেন্টটা শেষ করতে চাচ্ছি। আরও দুটো ম্যাচ আছে। মাঠ থেকে ভালো পারফরম্যান্স আসবে, আশা করছি।’
টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৮ গোল হজম করার বিপরীতে মাত্র ১ গোল দিয়েছে শ্রীলঙ্কা।
কিউটিভি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সকাল ১১:১৮