স্পোর্টস ডেস্ক : মূলত কুঁচকির ইনজুরির কারণে এ দুই ম্যাচে নেই ফিলিপস। শুধু তাই নয়, পুরো সিরিজ থেকেই তিনি ছিটকে গেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্রিকবাজ।
ফিলিপস চোট পেয়েছিলেন মেজর লিগ ক্রিকেটে ওয়াসিংটন ফ্রিডমের হয়ে আসরের ফাইনাল খেলার সময়। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। যেখানে তার কুঁচকির ইনজুরি ধরা পড়ে। সুস্থ হতে বেশ কয়েক মাস লাগবে কিউই অলরাউন্ডারের।
ত্রিদেশীয় সিরিজ থেকে ফিলিপসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হেড কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘গ্লেনের (ফিলিপস) মতো খেলোয়াড়ের ক্যালিবার কাজে লাগাতে না পারা সত্যিই হতাশাজনক। আমরা গ্লেনের জন্য খুবই ব্যথিত এবং পুরো সিরিজে তাকে মিস করব।’
ইনজুরিতে পড়ার আগে মেজর লিগ ক্রিকেটে ১০ ম্যাচ খেলেছেন ফিলিপস। সেখানে ১৩৯.৮৪ স্ট্রাইকরেট ও ৬২ গড়ে ১৮৬ রান করেছেন তিনি। যদিও ফাইনালে দলকে জেতাতে পারেননি। তবে তার মতো টি-টোয়েন্টির এমন আদর্শ খেলোয়াড়কে কোনো কোচই হাতছাড়া করতে চাইবেন না।
এর আগে ইনজুরিতে পড়ে আইপিএলের গত মৌসুমেরও বেশকিছু ম্যাচ মিস করেছেন এ অলরাউন্ডার। এদিকে ত্রিদেশীয় সিরিজে তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে টপ অর্ডার ব্যাটার টিম রবিনসনকে। কিউইদের হয়ে ইতিমধ্যে ১১টি টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী এ ক্রিকেটার।
কিউটিভি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩৩