ডেস্ক নিউজ : ইসি বলছে, হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তবে সময় অতিক্রান্ত হওয়ায় এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়ার সু্যোগ নেই।
দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে। জানা যায়, গত ২২ মে দুদক সচিবকে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়, হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলসহ হলফনামা যাচাই-বাছাইয়ের সময় বা পর্যায় অতিক্রান্তে উত্থাপিত হওয়ায়, নির্বাচন কমিশনের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
কিউটিভি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪