আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির প্রায় ৫০টি স্কুলে বোমা হামলার হুমকির পর বেঙ্গালুরুর কমপক্ষে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। ই-মেইলে পাওয়া এ হুমকি নিয়ে বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর ও কেঙ্গেরিসহ বিভিন্ন এলাকার বেসরকারি স্কুলগুলোতে বোমা হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে। সতর্কতা হিসেবে বেঙ্গালুরু শহর পুলিশ স্কুলগুলোতে একাধিক দল পাঠিয়েছে।
‘স্কুলের ভেতরে বোমা’ শিরোনামের ই-মেইলটি ‘roadkill333@atomicmail.io’ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। বোমা হুমকির মেইলে দাবি করা হয়েছে, টিএনটি নামক বিস্ফোরক স্কুলগুলোতে লুকিয়ে রাখা হয়েছে, শিক্ষার্থীদের কী হবে তা হিংসাত্মকভাবে বর্ণনা করা হয়েছে। মেইলে লেখা ছিল, ‘তোমরা সবাই কষ্ট পাওয়ার যোগ্য। আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি।’
শুক্রবারের এই হুমকির ঘটনাগুলোসহ সব মিলিয়ে ভারতজুড়ে প্রায় ১০০টির বেশি স্কুল হুমকি বার্তা পেয়েছে। এর মধ্যে ৬০টি স্কুল রয়েছে দিল্লিতে। গত সপ্তাহেও দিল্লিজুড়ে ৬০টি স্কুল বোমা হুমকি পেয়েছিল। সেই হুমকিগুলো পরে মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল। এই হুমকিগুলো এনক্রিপ্টেড নেটওয়ার্ক ও ভিপিএন থেকে পাঠানো হয়েছিল, যার কারণে এগুলোর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছিল।
দিল্লি পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ডার্ক ওয়েবে (গোপন ইন্টারনেট) এমন হামলাকারীদের খুঁজে বের করা খুবই কঠিন। তিনি বলেন, এটা অনেকটা আয়না ভরা ঘরে ছায়ার পিছে ছোটার মতো। যখনই মনে হয় কাউকে খুঁজে পাওয়া গেছে, তখনই সে যেন আরেক ধাপ গভীরে হারিয়ে যায়।
কিউটিভি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৩