বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন। চার বছরের এই দাম্পত্যজীবনে প্রেম-বন্ধুত্বের নিখুঁত মেলবন্ধন গড়ে তুলেছেন এ তারকা জুটি। সেই সম্পর্কেরই এক উজ্জ্বল মুহূর্ত ধরা পড়ল ক্যাটরিনার ৪২তম জন্মদিনে।
সামাজিক মাধ্যমে এ ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ভিকি কৌশল লিখেছেন— ‘হ্যালো বার্থডে গার্ল, আই লাভ ইউ।’ যদিও অভিনেতার এ পোস্ট ভক্তদের মন ভরাতে পারেনি। বিশেষ দিনে আরও অনেক ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা উচিত ছিল বলে জানিয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, চলতি বছরে ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের পারফরম্যান্স বেশ সাড়া ফেলে দিয়েছে। এ অভিনেতা আপাতত ব্যস্ত রয়েছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে। অন্যিদকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গেছে ২০২৩ সালের ‘টাইগার থ্রি’ সিনেমায়।
কিউটিভি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:৫০