স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান এসেছে নিসাঙ্কার ব্যাট থেকে। তবে বল হাতে এগিয়ে টাইগাররাই। ব্যাটিংয়ে দুই ব্যাটসম্যান শত রান পার করতে পেরেছেন। ৩ ম্যাচে ১২০ রান নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন পাথুম নিসাঙ্কা। সমান ম্যাচে ১১৪ রানে নিয়ে দুইয়ে বাংলাদেশের লিটন দাস।
ব্যাটসম্যান
রান
সর্বোচ্চ
স্ট্রাইক রেট
পাথুম নিসাঙ্কা
১২০
৪৬
১৪২.৮৫
লিটন দাস
১১৪
৭৬
১৩১.০৩
তানজিদ হাসান
৯৪
৭৩*
১৩০.৫৫
কুশল মেন্ডিস
৮৭
৭৩
১৪৫.০
তাওহীদ হৃদয়
৬৮
৩১
১০৭.৯৩
শ্রীলঙ্কা-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সেরা ৫ উইকেট শিকারি
বোলার | উইকেট | সেরা | ইকোনমি |
মেহেদী হাসান | ৪ | ৪/১১ | ২.৭৫ |
রিশাদ হোসেন | ৪ | ৩/১৮ | ৫.৪৭ |
বিনুরা ফার্নান্দো | ৩ | ৩/৩১ | ৭.১১ |
সাইফউদ্দিন | ৩ | ২/২১ | ৭.১৬ |
নুয়ান তুষারা | ৩ | ১/২৫ | ৭.৯০ |
কিউটিভি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:৪০