মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : বাংলাদেশের বৃহত্তম বেনাপোল স্থল বন্দর ও কাস্টমস হাউস এর মধ্যে গত ১০/১১দিন ধরে জলাবদ্ধতায় সকল কার্যক্রম ব্যহত হচ্ছিল। যে কারনে বদ্ধ পানি নিস্কাশনের জন্য সু-ব্যবস্থার দায়িত্ব নিলেন বেনাপোল পৌরসভা প্রশাসন। বেনাপোল পৌর প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসানের নির্দেশনায় ১৬ জুলাই বুধবার বিকালে বেনাপোল পৌরসভার পৌর কর্মীদের একটি টিম বেনাপোল ছোটআচড়া রেল লাইনের কালভার্ট এর নীচে মাটি কেটে বৃষ্টির জমে থাকা পানি নিস্কাশন করে।
এর আগে গত ৯ জুলাই বেনাপোল পৌর প্রশাসক শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসন ৬ সদস্যর একটি পানি নিস্কাশন কমিটি গঠন করেন। যার সভাপতি ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী শওকাত সেতু। তবে সেই কমিটি পানি অপসারন কোন ব্যবস্থা করেনি। যে কারনে পৌর কর্তৃপক্ষ তাদের শ্রমিক এনে পানি অপসারন এর ব্যবস্থা করতে দেখা যায়।
সূত্রে জানাগেেেছ, বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া কাস্টমস হাউজের পিছনে রেলের লাইন মেরামত এর সময় একটি ব্রীজ এর নিচে মাটি ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে কারনে বেনাপোল বন্দর ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সরকারী কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হয় । এ ছাড়া বন্দরের আমদানিকৃত পণ্য খালাসেও চরম দুর্ভোগের পড়ে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু তাহের (ভারত) বলেন বেনাপোলে রেলওয়ের একটি কালভার্টে মাটি ভরাটের কারনে পানি আটকে যায়। এজন্য বন্দর এলাকায় ও কাস্টমস হাউসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন বুধবার বিকালে বেনাপোল পৌরসভার নিজস্ব শ্রমিক দিয়ে কালভার্টের নীচে খনন করছে পানি বের করার জন্য । এই কালভার্টের নীচে দিয়ে বের হওয়া পানি ছোটআচড়া রেল লাইন এর নীচে দিয়ে ভবেরবেড় গ্রামের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে।
এ ব্যাপারে ভবারবেড় গ্রামের স্থানীয় গ্রামবাসিরা বলেন, এই পানি তাদের গ্রামে ডুকলে তাদের ঘরবাড়ি ডুবে যাবে। কারন পাশে বিলে পানি অনেক জমে গেছে। এ পানি বিলে ঢুকতে পারবে না। সব পানি গ্রামের মধ্যে প্রবেশ করবে। পানি নিস্কাশনের সঠিক পথ হচ্ছে হাকর নদীতে পানি দিতে হবে। তা না হলে বর্ষার পরি নিষ্কাষনের জন্য যশোর- বেনাপোল মহাসড়কের প্রধান সড়কের নীচে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে।
বেনাপোল পৌর সভার নিজস্ব কর্মিদের দিয়ে বর্ষার পানি নিস্কাশনের সময় পৌর সভার কর্মিদের উদ্বূদ্ধ করেন ও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর এর উপ পরিচালক ( ট্রাফিক) মোঃ মামুন কবীর তরফদার, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের (ভারত), কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ ফয়সাল আহসান সজীব, রেলওয়ে সহকারী নির্বাহী কর্মকর্তা মোঃ চাঁদ আহমেদ, বন্দর ইঞ্জিনিয়ার আবুল খায়ের প্রমুখ।
কিউটিভি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২৮