এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসানের পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা আমীর মাওলানা আনিছুর রহমান, চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসেন, আরো বক্তৃতা করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বি এম রাশেদুল ইসলাম রিতম, এ বি পার্টিসহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সেক্রেটারি আজিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরপ্রধান ও সহকারী শিক্ষক মন্ডলী,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীমন্ডলী।
কিউটিভি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫