ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের পাঠানপাড়া-ফুড অফিস সংলগ্ন এলাকায় এই স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে শহিদের স্মরণে এই স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। আগামী ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট এই স্তম্ভে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উদ্বোধন শেষে শহিদের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহতের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/রাত ৮:৫০