বিনোদন ডেস্ক : মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া স্যুটকেসে ছিল বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে তার অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট সংরক্ষিত ছিল। পাশাপাশি চুরি হয়েছে একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক এবং অ্যাপল এয়ারপডস।
পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চোরের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে তদন্তকারীরা গাড়িটি ঘিরে তল্লাশি চালান এবং গাড়ির গায়ে দুটি আঙুলের ছাপ সংগ্রহ করেন। ইতোমধ্যেই একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। চুরি হওয়া আইটেমগুলোর কোনো কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানায়নি পুলিশ।
এ ঘটনায় বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। চুরির মাত্র দুই দিন পরই আটলান্টা শহরে শুরু হয় বিয়ন্সের চারদিনব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। তবে এই চুরির ঘটনায় ট্যুর কিংবা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সংগীত অঙ্গনের অনেকেই ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা ভঙ্গ হিসেবে দেখছেন। বিশেষ করে অপ্রকাশিত গানের অ্যালবাম চুরি হওয়াকে কেন্দ্র করে ভবিষ্যতে গান ফাঁস হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৫০