ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে সব সময় হাসিমুখে প্রবেশ করতেন (মুসলিম: ২৪৫০)। তিনি তার পরিবারকে কখনো বোঝা মনে করতেন না। বরং পারিবারিক পরিবেশকে শান্তিময় রাখতে নিজেই হাসিমুখে থাকতেন।
হজরত আয়েশা রদিয়াল্লাহু আনহা আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাপড় সেলাই করতেন, জুতা সেলাই করতেন এবং ঘরের কাজকর্মে সাহায্য করতেন (বুখারি: ৫৭৬৩)। এই বিনয় ও সহানুভূতিই তাঁর পরিবারে হাসিমুখ ও শান্তির আবহ সৃষ্টি করত।
নবীজির হাসিমুখ ছিল তার ঘরের রুহানিয়াতের মূল উৎস। তিনি রাগ বা অনুযোগের বদলে ভালোবাসা, ক্ষমা ও হাসিমুখ দিয়ে পারিবারিক সম্পর্ক মজবুত করতেন। আধুনিক যুগে আমরা যেখানে পরিবারে হঠাৎ রেগে যাই, সেখানে নবীজির জীবনের এই দৃষ্টান্ত আমাদের শিখিয়ে দেয় সুখী পরিবার গড়ে ওঠে হাসিমুখ আর সহনশীলতায়।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০