বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সঞ্জয় নাকি রণবীর সিংকে ‘বাজিরাও মাস্তানি’ ছবি থেকে বাদ দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন! বলিউডের একটি সূত্রের বরাত দিয়ে ভাতরীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, ‘বাজিরাও মাস্তানি’-র কিছু দৃশ্যে রণবীরের অভিনয়ে পরিচালক সন্তুষ্ট ছিলেন না। বারবার বোঝানোর পরও নাকি ফল না হওয়ায় রণবীরের ওপর বেজায় চটেছিলেন ভানসালি।
পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী বরাবরই তার নিখুঁত কাজের জন্য পরিচিত। ছবির চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতাদের পারফরম্যান্স, এমনকি পার্শ্ব চরিত্রগুলোর অভিনয়ও তার কাছে নিখুঁত হওয়া চাই। এখানে কারোরই ছাড় নেই। তবে রণবীর সিংও এত সহজে হাল ছাড়ার পাত্র নন। কঠোর পরিশ্রম, পরিচালকের প্রতি আনুগত্য এবং নিজের অসাধারণ অভিনয় শৈলী দিয়ে শেষ পর্যন্ত তিনি সঞ্জয়ের মন জয় করে নেন। রণবীরের ক্যারিয়ারে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে ভানসালির অবদান অনস্বীকার্য। স্বাভাবিকভাবেই পরিচালকের প্রতি রণবীরের একটা বাড়তি আস্থা ছিল।
কিন্তু হঠাৎ করেই যেন দীপিকার স্বামী রণবীর সিংকে দূরে ঠেলে দিয়ে আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুরকে কাছে টেনে নিয়েছেন সঞ্জয়। ভানসালির পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, এতেই নাকি অসন্তুষ্ট হয়েছেন আরেক রণবীর, অর্থাৎ রণবীর সিং। শোনা যাচ্ছে, ‘পদ্মাবত’-এরপর থেকেই রণবীর সিংয়ের সঙ্গে সঞ্জয় লীলা ভানসালির সম্পর্কের অবনতি হতে শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, অভিনেতার ৪০তম জন্মদিনের অনুষ্ঠানেও পরিচালককে নাকি আমন্ত্রণ জানানো হয়নি।
‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য রণবীর সিংকে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন ভানসালি, যা দীপিকার স্বামীকে আরও চটিয়ে দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই শোনা যাচ্ছিল যে, ‘বইজু বাওয়ারা’ ছবি থেকেও নাকি রণবীর সিংকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছেন সঞ্জয়। যদিও এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য মেলেনি। এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে বলিউডের এই অন্যতম সফল পরিচালক-অভিনেতা জুটির সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২