স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমে দারুণ ভঙ্গিতে ঘুরে দাঁড়ায় দল। নাইম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বসিয়ে সে ম্যাচ খেলানো হয়েছিল জাকের আলী, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে।
সালাউদ্দিনের ভাষায় বলেন, ‘সাকিব যখন ছিল, তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিলো। একটা এক্সট্রা বোলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেন্থ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সেইভাবেই আসলে আমরা টিম সেটআপটা করি।’
পরিস্থিতি অনুযায়ী নাসুম আহমেদকে খেলানোর প্রয়োজনীয়তা অনুভব করছে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে বাদ দিতে হবে রিশাদ হোসেনকে। আর না হয় একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে দলকে। তাই অনেক সময় ভাবনায় থাকলেও অনেক ক্রিকেটারকেই একাদশের বাইরে থাকতে হচ্ছে। এ ছাড়া অনেক ক্রিকেটারের ফর্ম ও ইনজুরির অবস্থা দেখেও একাদশ নির্বাচন করতে হচ্ছে।
সালাউদ্দিন বলেছেন, ‘আমরা জানি যে নাসুমরে খেলালে হয়তো আমাদের বেনিফিট হতে পারে। কিন্তু তখন হয়তো আপনাকে দেখা যাবে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে প্রতিপক্ষের ওপর নির্ভর করে আসলে আমাদের দলটা সবসময় করতে হয়।’
শেষ টি-টোয়েন্টিতে তাই একাদশে কোনো পরিবর্তন আসে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হচ্ছে ম্যাচের আগ পর্যন্ত। তবে দাপুটে এক জয়ের পর টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন পরিবর্তন করবেন না বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আগামীকাল বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লংকানদের মুখোমুখি হবে লিটন দাসের দল।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০০