আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনী জানায়, নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। তারা সকলেই ৪০১তম ব্রিগেডের ৫২তম আর্মার্ড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় একজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন যার নাম প্রকাশ করা হয়নি।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:৫৫