স্পোর্টস ডেস্ক : ২৭
কিংস্টনে সোমবার (১৪ জুলাই) ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডকে মাত্র ২৬ রানে অল আউট করেছিলো ইংল্যান্ড। যা টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় রান।
৮৭
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে মাত্র ১৪.৩ ওভারে। বল হিসাব করতে গেলে তা মাত্র ৮৭। যা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। ১৮৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২.৩ ওভার অর্থাৎ ৬৫ বলে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
৭
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের এক ইনিংসে সাত ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। এর আগে ছয়জনের শূন্য রানে আউটের ঘটনা ঘটেছে ৯ বার।
১৫
কিংস্টনে টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি গড়েছেন মিচেল স্টার্ক। স্টার্ক মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নেন। এর আগে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল তিনজনের দখলে। আর্নি টোশ্যাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) ও স্কট বোল্যান্ড (২০২১) মাত্র ১৯ বলে ৫ উইকেট নিয়েছিলেন।
১৯০৬২
টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিতে মিচেল স্টার্কের লেগেছে ১৯০৬২টি বল। এটি বলের হিসেবে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে কম বলে ৪০০ উইকেট নেয়ার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার ডেইল স্টেইনের। ৪০০ উইকেট নিতে তিনি করেছেন ১৬৬৩৪টি বল।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৫