স্পোর্টস ডেস্ক : এবারের দলবদল উইন্ডোর শুরু থেকেই কারেরাসকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্সেলোর বিদায়ের পর থেকেই রিয়াল তার বিকল্পের অভাবে ধুঁকছে। ফারল্যান্ড মেন্ডি বা ফ্রান গার্সিয়া সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। ফলে লস ব্লাঙ্কোরা হাত বাড়ায় এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। সে হিসেবে রিয়ালে যোগ দেয়াটা এই লেফটব্যাকের জন্য ঘরে ফেরা বলা যায়। ৬ বছরের চুক্তিতে এই লেফটব্যাককে দলে ভিড়িয়েছে রিয়াল। সে হিসেবে ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন তিনি।
ইউনাইটেড থেকে ধারে প্রেস্টন নর্থ এন্ড, গ্রানাডা ও বেনফিকায় খেলার পর ২০২৪-২৫ মৌসুমে ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় পর্তুগিজ ক্লাবটি। গত মৌসুমে বেনফিকার জার্সিতে দারুণ পারফর্ম করে নজর কাড়েন কারেরাস। গত মৌসুমে সব মিলিয়ে ৫২ ম্যাচে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স সাড়া জাগিয়েছিল। ক্লাবটির হয়ে তিনি পর্তুগিজ কাপ জয়ের স্বাদও পেয়েছেন।
কিউটিভি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪