মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে সোমবার (১৪ জুলাই) দুপুরে। পলাতক আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫), নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
এ বিষয়ে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানি চলছিল। এ সময় বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ঘটে। এই সুযোগে কাঠগড়ায় থাকা রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। সে একটি অটোরিকশা চুরি মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিল।
রায়পুরা থানা পুলিশ গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে। পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানান কোর্ট পুলিশের এই কর্মকর্তা।
কিউটিভি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০