স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের নেতৃত্বাধীন দলকে করতে হতো ১৯৩ রান।
জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও ৮১ রান, হাতে আছে দুই সেশন এবং ২ উইকেট। সোমবার পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১১২ রান তুলতেই ৮ ব্যাটসম্যানের উইকেট হারায় ভারত। ১৭ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা।
অলরাউন্ডার জাদেজার ব্যাটের দিকে তাকিয়ে আছে ভারত। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় আছেন দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ। এই দুই পেসার যদি জাদেজাকে যোগ্য সঙ্গ দিতে পারেন তাহলে লর্ডসে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে যেতে পারে ভারত।
সিরিজের প্রথম টেস্টে হ্যাডিংলিতে ৫ উইকেটে জয় পায় স্বাগিতক ইংল্যান্ড। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে (১-১) সতায় ফেরে ভারত। চলতি টেস্টে জিতে সিরিজে এগিয়ে যেতে চায় রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া দীর্ঘদিন পর খেলতে নামা ভারত।
কিউটিভি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০