স্পোর্টস ডেস্ক : ওয়েষ্ট ইন্ডিজের গতিতে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে অস্ট্রেলিয়ার চরম ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। রোববার শুরু হওয়া সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া।
রোববার সকালে ব্যাট করতে নেমে উইন্ডিজের তিন তারকা পেসার সামার জোসেফ, জিডেন সেলস ও জাস্টিন গ্রেভসের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৭০.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয়।
তার চেয়েও বড় ব্যাপার হলো শেষ ৬৮ রানে অস্ট্রেলিয়া হারায় ৭ উইকেট। একটা পর্যায়ে তিন উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১৫৭ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষ দিকে ৬৮ রানে অস্ট্রেলিয়া হারায় ৭ উইকেট।
অস্ট্রেলিয়ার উদ্বোনী জুটি ভাঙে ২৮ রানে। দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন উসমান খাজা ও ক্যামেরান গ্রিন। দলীয় ৬৮ রানে ফেরেন ২৩ রান করা উসমান খাজা। এরপর তৃতীয় উইকেটে ১০৬ বলে ৬১ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ। এরপর আর কোনো বড় জুটি গড়া সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার।
দলের হয়ে ৬৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৮ রান করেন স্টিভ স্মিথ। ১০৮ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন ক্যামেরন গ্রিন। ১৭ বলে তিন ছক্কায় ২৪ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স।
ওয়েষ্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন সামার জোসেফ। ৩টি করে উইকেট নেন জেডেন সেলস ও জাস্টিন গ্রেভস। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের শেষ বিকালে ১ উইকেট হারিয়ে ১৬ রান করে উইন্ডিজ।
কিউটিভি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০