মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ‘ঘুন্টিঘর’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক বাহার উদ্দিন বানু (৩০) পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। অপরজন- যাত্রী আতিকা খাতুন (১৫) এর বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায়। জানা গেছে, আতিকা তার পরিবারের সঙ্গে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে এসেছিলেন। আহতরা হলেন৷ আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। তাঁরা সবাই একই অটোরিকশায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি সোনাহাটগামী ড্রাম ট্রাক ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বাহার উদ্দিন মারা যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিশোরী আতিকার মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউটিভি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪০