মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তুল, ফেন্সিডিল ও গাঁজাসহ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. আব্দুস সালাম ওরফে সালাম মেম্বর (৪৮) কে আটক করেছে বিজিবি। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তুল, একটি ম্যাগাজিন, একরাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা। আটক মাদক ব্যবসায়ী আব্দুস সালাম রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সে মোহাম্মদপুর গ্রামের মৃত মওলা বক্সের ছেলে। রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ঠোটারপাড়া বিওপি’র টহল দল মোহাম্মদপুর মাঠে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় বিদেশী পিস্তুল, ফেন্সিডিল ও গাঁজাসহ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. আব্দুস সালাম ওরফে সালাম মেম্বর কে আটক করা হয়।
উদ্ধার করা মাদক ও অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৮৩ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করে আটক মাদক ব্যবসায়ীকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে বলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা নিশ্চিত করেছেন।
কিউটিভি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২