বিনোদন ডেস্ক : নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পে নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। তাই নতুন কোনো কাজে যুক্ত হতে ভাবছেন বারংবার।
সামিরা খান মাহি বলেন, ‘পরিণত শিল্পী হয়ে হঠার বাসনা থেকে গল্প, চরিত্র বাছাই করে কাজ করে যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে পর্দায় তুলে ধরার।’
কিউটিভি/আয়শা//১২ জুলাই ২০২৫,/রাত ১১:২০